একটি ওয়েব সাইট তৈরি করার পরে বিভিন্ন সময় আমরা এর ভিজিটর সংখ্যা কত হল এটি দেখার প্রয়োজন অনুভব করি। http://s04.flagcounter.com/more/eH8V ।এটিতে পাবেন আলাদা আলাদা দেশের পতাকাসহ ভিজিটর সংখ্যা। যদি দেখতে চান কোন দেশ কোথায় অবস্থিত তাও দেখতে পারবেন বিশ্বের ম্যাপ থেকে। গুগল ম্যাপের মত জুম করে দেখারও ব্যবস্থা আছে এখানে।
কিভাবে ব্যবহার করবেন:
http://s04.flagcounter.com/more/eH8V সাইটে ঢুকে দেখতে পাবেন get your won free flag counter , ক্লিক করুন , এরপরে এখানে কিছু সেটিং করবেন আপনার চাহিদামত এবং ক্লিক করুন get your won flag counter
কীভাবে আপনার ব্লগে যুক্ত করবেন ?
- প্রথমে ব্লগার ডেসবোর্ডে লগ ইন করুন
- তারপর layout এ ক্লিক করুন
- এবার আপনি add a gadget এ ক্লিক করুন
- এবার HTML/Java script এ ক্লিক করুন
- এবার আপনি টাইটেল লিখুন (না লিখলেও সমস্যা নেই)
- Content বক্সে নিচেরকোডগুলো কপি করে পেস্ট করুন
- এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।
ব্যাস হয়ে গেল এবার আপনার ব্লগে গিয়ে দেখুন