Pages

Thursday, August 8, 2013

আসছে কিছু নতুন ডোমেইন

তাই এবার পছন্দসই নামে ডোমেইন খুঁজে নেওয়ার সুযোগ দিতে আসছে আরও কিছু TLD বা, টপ লেভেল ডোমেইন। ইতিমধ্যে টিভি চ্যানেলগুলোর জন্য .tv ও এফএম রেডিও'র জন্য .fm বাংলাদেশে বেশ জনপ্রিয় হওয়ায় নতুন ডোমেইনগুলো যে আপনাদের অপছন্দ হবে না, তা নিয়ে আশা রাখছে কর্তৃপক্ষ। চলুন আগে দেখে আসি কি কি নতুন ডোমেইন নাম যোগ হতে যাচ্ছে আমাদের জন্য -
  • .blog - বিশেষ করে ব্লগারদের বেশ পছন্দ হবে এই ডোমেইনটি। ব্লগাররা নিজেদের জন্য এখনি বুক করে রাখতে পারেন নিজের নামের ডোমেইন।
  • .web - ওয়েবসাইটের জন্য ডট ওয়েব।
  • .mail - ইমেইল প্রোভাইডাররা চাইলে এই ডোমেইন ব্যবহার করতে পারেন।
  • .shop - ইকমার্সে যাদের নিয়মিত যাতায়াত আর কয়েকটি দোকানও খুলে ফেলেছেন ইতোমধ্যে, তারা চাইলে ডট সপ ডোমেইন ব্যবহার করে দেখতে পারেন। অথবা, যাদের ছোটখাটো দোকানের ওয়েবসাইট রয়েছে, তাদেরও পছন্দ হওয়ার কথা এই ডোমেইনের নাম।
  • .app - অ্যাপস ডেভেলপারদের বিভিন্ন অ্যাপস্ এর ডেডিকেটেড ওয়েবসাইটের ডোমেইন হতে পারে এটি।
  • .music - গান পাগলাদের যে পছন্দ হবে এই ডোমেইনটি, তা আর বলার অপেক্ষা রাখে না।
  • .car - গাড়ি নিয়ে কারিগরি করেন যারা, তাদের কথা মাথায় রেখে এই ডোমেইনটি আসছে। তবে, এটি হতে পারে যেকোন একটি গাড়িকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে সহায়ক ডোমেইন, যেমন: toyotacorollax.car
  • .hotel - হোটেল খুঁজতে আর কষ্ট হবে না এখন কারও। ডোমেইনের শেষেই ডট হোটেল যদি যোগ করা হয় ওয়েবসাইটে।
  • .school - স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবাই গণ হারে .edu অথবা, .ac ব্যবহার করছেন দেখে স্কুলগুলোর জন্য আসছে নতুন ডোমেইন ডট স্কুল।
  • .cars - গাড়ির কোম্পানি গুলোর কথা মাথায় রেখেই আনা হয়েছে ডট কারস।
  • .news - এখন অনলাইন সংবাদ পত্রের তো অভাব নেই। তবে, কেউই পছন্দসই নাম পাচ্ছেন না দেখে নামের শেষে অনেকেরই ২৪/৭১/২৪৭ ইত্যাদি যোগ করতে হচ্ছে। তাই, তাদের পছন্দসই নাম আগে আগেই নিয়ে নিতে এই ডোমেইনটি বেশ কাজে লাগবে বলেই আমার মনে হয়।
  • .mobile - এতদিনে .mobi ডোমেইনটি যে হারে বাজারে চাহিদা তৈরী করেছে, তাতে তার লেজ ধরে এই ডোমেইনটিও আসতে যাচ্ছে বাজারে।
  • .buy - কেনাকাটার জন্য হতে পারে আদর্শ ডোমেইন। বিশেষ করে হোলসেলাররা ব্যবহার করতে পারেন এটি।
  • .eat - খাওয়া দাওয়া নিয়ে ব্লগ লিখতে চান? তবে, এই ডোমেইনটিই হতে পারে আপনার জন্যে সবচেয়ে বেশি প্রযোজ্য।
  • .restaurant - বিভিন্ন রেস্ট্যুরেন্টের মালিকরা আশা করি এখন থেকে আর ডট কম এর পেছন ছুটবেন না। তাদের জন্য চলে এসেছে ডেডিকেটেড ডট রেস্ট্যুরেন্ট ডোমেইন।
  • .tech - প্রযুক্তি বিষয়ক ব্লগ বা, ওয়েবসাইটের কথা চিন্তা করেই করা হয়েছে ডট টেক ডোমেইনটি।
  • .church - বিভিন্ন খ্রিষ্টান উপাসনালয়ের জন্যে ডেডিকেটেড ডোমেইন।
  • .inc - ইনকর্পোরেশন বোঝাতেই ব্যবহার করা হয় Inc নামটি। অনেকটা আমাদের দেশের Co. Ltd. বা, কোম্পানি লিমিটেডের মতোই।
তো এই ছিলো নতুন আগত ডোমেইনগুলোর নাম ও কাজ নিয়ে ছোটখাটো প্রতিবেদন। এছাড়াও .site ও .online নামক দু'টি ডোমেইনও আসছে। তবে, এদের কি কাজ হতে পারে, আমার জানা নেই। এসম্পর্কে আপনার মন্তব্য জানিয়ে উপকৃত করতে পারেন। ধন্যবাদ

No comments:

Post a Comment