মুভির সব কথা মাঝে মাঝে বোঝা খুব কষ্টকর হয়ে ওঠে।সাবটাইটেল ছাড়া তাই দেখে মজা পাওয়া যায় না। কিন্তু নেট থেকে সাবটাইটেল নামানোর পর যদি দেখেন
কথা আর লেখা মেলে না কেমন লাগবে বলেন। মাথায় আগুন জ্বলে তখন।আর আগুন নেভানোর উপায় নিয়ে আসছি।
১. DOWNLOAD করে ইন্সটল করেন।
২.subtitle workshop রান করেন।
৩.File>Load Subtitle এ যান আর যে সাবটাইটেল এডিট করবেন সেটা ওপেন করুন।
৪.Edit>Timing>set delay তে যান।
৫. কতটা সময় কম বা বেশি করতে চান সেটা ঠিক করে Apply দিন।
৬.সেভ করে বেরিয়ে আসুন।
কাজ শেষ। এঞ্জয় করুন মুভি সাথে perfect সাবটাইটেল।
No comments:
Post a Comment