Pages

Friday, January 31, 2014

আপনার PC তে চালান Android অ্যাপ্লিকেশান


আমার মত যাদের android মোবাইল নাই তারা চাইলে খুব সহজে তাদের কম্পিউটার এ android অ্যাপ্লিকেশান চালাতে পারেন । 

Download link

যার যেই অ্যাপ্লিকেশান পছন্দ সেটি  ইন্সটল করুন । এখন এটাকে মোবাইল এর মত ব্যবহার করতে পারবেন। আপনার পিসি তে থাকা কোন অ্যাপ্লিকেশান এর উপর ডাবল করলে ওটা ইন্সটল হয়ে যাবে । চাইলে প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন । এর জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। অ্যাপ্লিকেশান ওপেন করার পর উপরে বাম দিকে একটি সার্চ অপশন পাবেন। ওটার মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন।

Saturday, January 11, 2014

খুব সহজে কপি করুন যে কোন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে !

আমাদের অনেক সময়  কাজের জন্য, বা লেখা পড়ার প্রয়োজনে বিভিন্ন ওয়েবপেজ থেকে বিভিন্ন কন্টেন্ট কপি করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন হয়তো , অনেক ওয়েবসাইট কপি প্রটেক্ট করা ।

আজ আপনাদের দেখাব কেমন করে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করবেন একদম সহজে।  এই কাজের জন্য আমরা যা ব্যাবহার করবো সেটা হল ছোট্ট একটা ব্রউজার এড-অন্স, এবং সেই এড-অন্সটির নাম  WebDeveloper Add-ons, এটা বিভিন্ন ব্রউজারে ব্যবহার করা যায় তবে আমি জনপ্রিয় ২ টি ব্রউজার মোজিলা ফায়ারফক্স /গুগল ক্রুমে দেখাব কেমন করে করবেন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে।

WebDeveloper এর মেইন ওয়েবসাইট এটা https://chrispederick.com/work/web-developer/ আপনারা চাইলে এখান থেকেও WebDeveloper  Add-ons টি আপনার পছন্দসই ব্রউজারে যুক্ত করতে পারবেন ।   

মোজিলা ফায়ারফক্সঃ মোজিলা ফায়ারফক্স কে কপি প্রটেক্ট ওয়েবপেজ কপি করার উপযোগী করতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/web-developer/ ক্লিক করুন এবং  +Add to Firefox লেখা অংশে ক্লিক করে Add-ons টি আপনার ব্রউজারে ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে ব্রউজার টি রিস্টার্ট করুন

                                 















                                 











এখন লক্ষ্য করুন আপনার ব্রউজার টি পুনরায় ওপেন করার পর দেখবেন আপনার ব্রউজারে ছোট্ট একটি টোলবার যুক্ত হয়েছে, নিচের চিত্র লক্ষ্য করুন ।

এখন আপনার যখন কপি করার প্রয়োজন হবে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে তখন আপনি ব্রউজারের কোনায়  > Disable > লেখা অংস থেকে >Disable JavaScript >>Disable All JavaScript << অংস চেক মার্ক দিয়ে দিন। নিচের চিত্রটি দেখুন। এখন দেখুন ম্যাজিক ! এইবার আপনি যে কোন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করতে পারবেন 

গুগল ক্রুমঃ  গুগল ক্রুমে Web developer Extension (এড-অন্স) টি যুক্ত করতে প্রথমে
এই লিংকে >> ক্লিক করুন <<  তার পর +Free  ক্লিক করে Extensionটি আপনার ব্রউজারে ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে রিস্টার্ট দিন আপনার ব্রউজার।আর Disable JavaScript >>Disable All JavaScript << অংস চেক মার্ক দিয়ে দিন ।
                       















বিঃদ্রঃ  Web Developer টুলটি শুধু কপির কাজ করার জন্য নয় । এই টোল দিয়ে ওয়েবসাইটে আরও অনেক গুরুত্ব পূর্ণ কাজ করা যায়।


Monday, January 6, 2014

C Programming Break Statement

break statement ব্যবহৃত হয় প্রধানত লুপ terminate  ( শেষ ) করা বা  বের হয়ে যাওয়ার জন্য। লুপিং এর ক্ষেত্রে যখন break statement  টি  execute হয়, তখন যে loop এর ভিতরে break statement টি লিখা হয়েছে, সেই লুপ এর মধ্যে আর কোন কাজ না করে সরাসরি বাইরে চলে আসে।
For loop, while loopdo-while loop এর ক্ষেত্রেও break statement ব্যবহৃত হয়। নিচে for loop এর মধ্যে break statement ব্যবহার করা হল। 

 #include<stdio.h>  
 int main()  
 {  
   int i;  
   for (i=0; i<10; i++)  
   {  
     if(i==5)  
     {  
       break ;  
     }  
     printf("i=%d\n",i);  
   }  
   printf("outside for loop : i=%d\n",i);  
   return 0;  
 }  
এই প্রোগ্রামটি কী করবে ? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। যদিও while-এর ভেতর আমরা বলেছি যে শর্ত হচ্ছে n <= 100, কিন্তু লুপের ভেতরে আবার বলে দিয়েছি যে যদি n > 10 হয়, তবে break; , মানে বের হয়ে যাও, বা লুপটি ভেঙে দাও। break সব সময় যেই লুপের ভেতর থাকে সেটির বাইরে , প্রোগ্রামটিকে নিয়ে আসে। সুতরাং n-এর মান 10 প্রিন্ট হওয়ার পরে এর মান এক বাড়বে (n++;) অর্থাৎ n-এর মান হবে 11। আর তখন n > 10 সত্য হবে, ফলে প্রোগ্রামটি if কন্ডিশনের ভেতরে ঢুকে যাবে। সেখানে গিয়ে সে দেখবে তাকে break করতে বলা হয়েছে তাই সে লুপের বাইরে চলে যাবে।

Friday, January 3, 2014

MS Word 2013 থেকে খুব সহজে নামের স্টাইল করে ওয়ালপেপার তৈরি করুন ।

Ms Word 2013 থেকে খুব সহজে নামের স্টাইল করে ওয়ালপেপার তৈরি করুন।
প্রথমত আমরা Ms Word office 2013 Open করি। page এর Text boundaries তুলে দেওয়ার জন্য এই কাজ করতে হবে। Menu Bar এ Righr click করি ।তাহলে নিচের মত পেজ আসবে

customize এ click করি। আবার আরেকটি পেজ আসবে।

মাইক্রোসফট অফিস ওয়ার্ডে (2013) Background এ জলছাপ ছবি দেয়ার পদ্ধতি ।

মাইক্রোসফট অফিস ওয়ার্ডে (2013) background পিকচার দিতে চাইলে প্রথমত আপনাকে যা করতে হবে তা হল আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড-2013 প্রোগ্রামটা চালু করতে হবে। এরপর আপনি প্রথমে Menu বার থেকে Design এ যাবেন এরপর Watermark  ক্লিক করে Custom Watermark সিলেক্ট করুন এবার Picture Watermark সিলেক্ট করে আপনার কাঙ্খিত ছবিটি সিলেক্ট করুন এরপর ok  ক্লিক করুন দেখবেন আপনার বেকগ্রাউন্ডে জলছাপ ছবিটি সেট গেছে।
আপনাদের সুবিধার্থে কিছু স্ক্রিনশট দিলাম।