Pages

Friday, January 31, 2014

আপনার PC তে চালান Android অ্যাপ্লিকেশান


আমার মত যাদের android মোবাইল নাই তারা চাইলে খুব সহজে তাদের কম্পিউটার এ android অ্যাপ্লিকেশান চালাতে পারেন । 

Download link

যার যেই অ্যাপ্লিকেশান পছন্দ সেটি  ইন্সটল করুন । এখন এটাকে মোবাইল এর মত ব্যবহার করতে পারবেন। আপনার পিসি তে থাকা কোন অ্যাপ্লিকেশান এর উপর ডাবল করলে ওটা ইন্সটল হয়ে যাবে । চাইলে প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন । এর জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। অ্যাপ্লিকেশান ওপেন করার পর উপরে বাম দিকে একটি সার্চ অপশন পাবেন। ওটার মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment