Pages

Saturday, January 11, 2014

খুব সহজে কপি করুন যে কোন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে !

আমাদের অনেক সময়  কাজের জন্য, বা লেখা পড়ার প্রয়োজনে বিভিন্ন ওয়েবপেজ থেকে বিভিন্ন কন্টেন্ট কপি করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন হয়তো , অনেক ওয়েবসাইট কপি প্রটেক্ট করা ।

আজ আপনাদের দেখাব কেমন করে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করবেন একদম সহজে।  এই কাজের জন্য আমরা যা ব্যাবহার করবো সেটা হল ছোট্ট একটা ব্রউজার এড-অন্স, এবং সেই এড-অন্সটির নাম  WebDeveloper Add-ons, এটা বিভিন্ন ব্রউজারে ব্যবহার করা যায় তবে আমি জনপ্রিয় ২ টি ব্রউজার মোজিলা ফায়ারফক্স /গুগল ক্রুমে দেখাব কেমন করে করবেন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে।

WebDeveloper এর মেইন ওয়েবসাইট এটা https://chrispederick.com/work/web-developer/ আপনারা চাইলে এখান থেকেও WebDeveloper  Add-ons টি আপনার পছন্দসই ব্রউজারে যুক্ত করতে পারবেন ।   

মোজিলা ফায়ারফক্সঃ মোজিলা ফায়ারফক্স কে কপি প্রটেক্ট ওয়েবপেজ কপি করার উপযোগী করতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/web-developer/ ক্লিক করুন এবং  +Add to Firefox লেখা অংশে ক্লিক করে Add-ons টি আপনার ব্রউজারে ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে ব্রউজার টি রিস্টার্ট করুন

                                 















                                 











এখন লক্ষ্য করুন আপনার ব্রউজার টি পুনরায় ওপেন করার পর দেখবেন আপনার ব্রউজারে ছোট্ট একটি টোলবার যুক্ত হয়েছে, নিচের চিত্র লক্ষ্য করুন ।

এখন আপনার যখন কপি করার প্রয়োজন হবে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে তখন আপনি ব্রউজারের কোনায়  > Disable > লেখা অংস থেকে >Disable JavaScript >>Disable All JavaScript << অংস চেক মার্ক দিয়ে দিন। নিচের চিত্রটি দেখুন। এখন দেখুন ম্যাজিক ! এইবার আপনি যে কোন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করতে পারবেন 

গুগল ক্রুমঃ  গুগল ক্রুমে Web developer Extension (এড-অন্স) টি যুক্ত করতে প্রথমে
এই লিংকে >> ক্লিক করুন <<  তার পর +Free  ক্লিক করে Extensionটি আপনার ব্রউজারে ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে রিস্টার্ট দিন আপনার ব্রউজার।আর Disable JavaScript >>Disable All JavaScript << অংস চেক মার্ক দিয়ে দিন ।
                       















বিঃদ্রঃ  Web Developer টুলটি শুধু কপির কাজ করার জন্য নয় । এই টোল দিয়ে ওয়েবসাইটে আরও অনেক গুরুত্ব পূর্ণ কাজ করা যায়।


No comments:

Post a Comment