আজ আপনাদের দেখাব কেমন করে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করবেন একদম সহজে। এই কাজের জন্য আমরা যা ব্যাবহার করবো সেটা হল ছোট্ট একটা ব্রউজার এড-অন্স, এবং সেই এড-অন্সটির নাম WebDeveloper Add-ons, এটা বিভিন্ন ব্রউজারে ব্যবহার করা যায় তবে আমি জনপ্রিয় ২ টি ব্রউজার মোজিলা ফায়ারফক্স /গুগল ক্রুমে দেখাব কেমন করে করবেন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে।
WebDeveloper এর মেইন ওয়েবসাইট এটা https://chrispederick.com/work/web-developer/ আপনারা চাইলে এখান থেকেও WebDeveloper Add-ons টি আপনার পছন্দসই ব্রউজারে যুক্ত করতে পারবেন ।
মোজিলা ফায়ারফক্সঃ মোজিলা ফায়ারফক্স কে কপি প্রটেক্ট ওয়েবপেজ কপি করার উপযোগী করতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/web-developer/ ক্লিক করুন এবং +Add to Firefox লেখা অংশে ক্লিক করে Add-ons টি আপনার ব্রউজারে ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে ব্রউজার টি রিস্টার্ট করুন ।

এখন আপনার যখন কপি করার প্রয়োজন হবে কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে তখন আপনি ব্রউজারের কোনায় > Disable > লেখা অংস থেকে >Disable JavaScript >>Disable All JavaScript << অংস চেক মার্ক দিয়ে দিন। নিচের চিত্রটি দেখুন। এখন দেখুন ম্যাজিক ! এইবার আপনি যে কোন কপি প্রটেক্ট ওয়েবপেজ থেকে কপি করতে পারবেন
.png)


.png)
No comments:
Post a Comment